নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিত্য প্রয়োজনীয় জিনিসের দামসহ গ্যাস,বিদ্যুৎ ও বাড়ী ভাড়া বৃদ্ধির কারনে এবার মটর সাইকেল মেরামত মজুরী বৃদ্ধির সিদ্ধান্ত নিতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা মটর সাইকেল মেকানিক্ ইউনিয়ন। এছাড়াও মটর সাইকেলের কাগজপত্র চেকের নামে কাউকে অযথা হযরানি না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানায় হোন্ডা মেকানিক্ সংগঠনটি।ঈদের পর তাদের এ দাবী পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আন্দোলনের হুশিয়ারী দেয় সংগঠনের নেতারা।গত শুক্রবার শিবু মার্কেট বিমল কৃষ্ণের গ্যারেজে আলোচনা ও ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি আবু জাফর মোঃ আসলাম এ দাবী জানান।
সাধারন সম্পাদক বিমলের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ইব্রাহিম, ফারুক, সামাদ মোল্লা, শ্যামল, বাদল, রতন, মেহেদী, সম্রাট, সাইদ, সঞ্চয়, ছানাউল্লা, আইয়ূব, রমজান, দিপ্ত, আজিজ, শাহাদাত, দিলিপ বাবু, মিজান, সিফাত, মোঃআলী, পবিত্র, তৌহি, বাবু, আলীসহ প্রমুখ। সভাপতি তার বক্তব্যে হুশিয়ারী দিয়ে বলেন কোন মটর সাইকেল মালিক কর্তৃক কোন মেকানিক্ শাররিক ও মানষিক নির্যাতনে শিকার হলে সকল কে সংগঠনের সিদ্ধান্ত বস্তবায়নে ঐক্যবদ্ধ তাকার আহবান জানান।উল্লেখ্য,ইতোপূর্বে হোন্ডা মেকানকি শ্যামল এক হোন্ডা মালিক কর্তৃক নির্যাতনের শিকার হলে বিচারের দাবীতে আন্দোলনে নামে সংগঠনটি। হোন্ডা মেকানিক নেতৃবৃন্দ বলেন,আমরা শুধু টাকার জন্য কাজ করি না,গ্রাহকের সেবার মান নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ।সকল মেকানিক্ কে রাষ্ট্রের আইন সহ শ্রম আইন মেনে কাজ করার আহবান জানানো হয়।