ঈদের জামাতের জন্য প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ ও শামসুজ্জোহা স্টেডিয়াম

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( সৈয়দ রিফাত আল রহমান ) :  নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসামনের উদ্যোগে নারায়ণগঞ্জে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ ঈদের জামাত। এই ঈদের জামাতের জন্য প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও শামসুজ্জোহা স্টেডিয়াম। সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে ।

বৃহত্তর এই ঈদের জামাতে ইমামতি করবেন চাষাড়া নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম ।

জানা গেছে, ঈদ জামাতের জন্য সার্বিক নিরাপত্তাও থাকবে বেশ জোরদার। এরই মধ্যে জেলা পুলিশ থেকে সে পদক্ষেপ নিয়েছেন। এদিকে ঈদগাহে প্রবেশের জন্য থাকছে ৮টি গেইট। তার সাথে প্রতিটি গেইটে কড়া নিরাপত্তা থাকবে।

গত ১২ আগস্ট রবিবার নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলার শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জে সর্ববৃহৎ ঈদ জামাত আয়োজনের উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। ইমাম ও মাদ্রাসা প্রধানদের সাথে এক আলোচনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ঐক্যমত পোষন করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার প্রায় ৫ শতাধিক ইমাম ও স্থানিয় জনপ্রতিনিধিগণ।  এ সময় জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব ও অধ্যক্ষদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় এই ঈদ জামাত আয়োজনে ধর্মীয় কোন প্রতিবন্ধকতা নেই।

আলোচনা সভায় বলা হয়েছিল, ইমামরা তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত করে জানাবেন কে ইমামতি করবেন ঈদ জামাতে। পরবর্তীতে ইমাম ও খতিবদের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় চাষাড়া নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম ঈদ জামাতে ইমামতি করবেন। ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

add-content

আরও খবর

পঠিত