নারায়ণগঞ্জ বার্তা ২৪ :ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেতন ও বোনাস শতভাগ পরিশোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
রোববার নারায়ণগঞ্জে বিকেএমইএ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভায় তিনি বলেন, কারখানাগুলোর ছুটির সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা নিতে হবে, যাতে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আরমিন, মেজর আফসান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার সাদেকুর রহমান, বিকেএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, শ্রম পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি রাজীব চন্দ্র ঘোষ, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
সভায় আসন্ন ঈদকে সামনে রেখে বেতন-বোনাস, ছুটি ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। শিল্প এলাকায় যাতে কোনো প্রকার শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে মালিকপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।