নারায়ণগঞ্জ বার্তা ২৪: ফতুল্লা মডেল থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৪০ পুরিয়া হেরোইন,৮০ পিস ইয়াবা ট্যাবলেট,৫শ‘গ্রাম গাঁজাসহ ৫মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস,আই আরিফুর রহমান জানান, ফতুল্লা মডেল থানার এস,আই কাজী এনামূল হক ও
এ.এস.আই তারেক আজিজ গত ৬ ফেব্রুয়ারী রাতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিলা মাদক বিক্রেতা সুলতানা বেগম (৩৫) কে গ্রেপ্তার করেছে। সে আলিরটেক এলাকার শাহ আলমের স্ত্রী।
এস.আই সাইফুর রহমান গত মঙ্গলবার রাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকা হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিব ওরফে আঙ্গুল কাটা হাবিব (২৯) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার জজমিয়া ছেলে। সে আরেকটি অভিযান চালিয়ে ঐ রাতেই লিংক রোড এলাকা হতে ৫শ‘ গ্রাম গাঁজাসহ ওয়াসিম (২৫) কে গ্রেপ্তার করেছে। সে কুতুবপুর মাহমুদপুর এলাকার আনিসুর আলীর ছেলে।
এ.এস.আই জুলফিকার আলী গত ধর্মগঞ্জ এলাকা হতে ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ গত মঙ্গলবার রাতে শাহআলম (২৪) কে গ্রেপ্তার করেছে। সে ইউনুস মিয়ার ছেলে।
অপরদিকে, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এর পরিদর্শক তামিজ উদ্দিন মৃধার অভিযানে ফতুল্লার চাঁনমারী এলাকা হতে ৪০ পুরিয়া(৪গ্রাম) হেরোইনসহ সাকিল (৩৬) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলকার মো. কুদ্দুস মিয়ার ছেলে ।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।