ইয়াবাসহ কাউন্সিলর রুহুলের ভাই গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ভাই খোকন মোল্লাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) সকালে ৮নং ওয়ার্ড গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আরেক মাদক ব্যবসায়ী হলেন মো. রিপন (৩৫)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান এবং ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। তারা সক্রিয় মাদক কারবারি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত