ইসলামী আন্দোলন শহর শাখার উদ্যোগে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে শনিবার বিকেল ৩ টায় ডি,আই,ডি জামে মসজিদ সংলগ্ন নারায়ণগঞ্জ শহর শাখার কার্যালয়ে স্বাধীনতার শহীদে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই সাহেবের সভাপতিত্বে পবিত্র পাক কালাম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আলহাজ্ব শামসুল আলম বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারী মুফতী মাসুম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালন করেন নারায়ণগঞ্জ শহর শাখার সেক্রেটারী মোঃ লোকমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সামসুল আলম বাদল বলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন আমরা তাদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আব্দুল হাই বলেন, আমরা সবসময় স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং তাদের আতœার মাগফিরাত কামনা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাসী, আমরা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ শহর শাখার সিনিয় সহ-সভাপতি শেখ মোঃ আবুল হাসেম, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল সোবহান, সহকারী অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসাইন, সদস্য মোঃ দেলোয়ার হোসাইন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি- মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

add-content

One thought on “ইসলামী আন্দোলন শহর শাখার উদ্যোগে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত