নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, দ্বীন প্রতিষ্ঠায় বিজয়ের আন্দোলন ব্যবসায়ী ও সুধীদের ভুমিকা অনস্বীকার্য। আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন তারা সম্পদ ব্যয় করে এবং যাদের সম্পদ নেই তারা শ্রম দিয়ে দ্বীন বিজয়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ের করতে হলে উভয়ের অংশগ্রহণ অপরিহার্য।
মঙ্গলবার বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৪ নং ওয়ার্ড এর সভাপতি মুহা. মজিবুর রহমান ও সেক্রেটারি আমির হোসেনের সঞ্চালনায় সাংগঠনিক কার্যক্রম মজবুতি অর্জনের জন্য আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সংগঠনের তৃণমূল পর্যায়ে সকল দায়িত্বশীদের আরও কর্মঠ হতে হবে। দ্বীনের প্রয়োজনে যেকোন যখন ডাক আসবে তখনই সাড়া দিতে হবে। তাহলেই সে যোগ্য দায়িত্বশীল বলে পরিগণিত হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের দ্বীনি সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।