নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ মহানগরীর ইসদাইর এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মধ্যে দেশনেত্রী বেগম থালেদা জিয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃবৃন্দ। ২০ ফেব্্ররুয়ারী (বৃহস্পতিবার) বাদ আসর ইসদাইর বাজারে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের হাতে ত্রাণ তুলে দেন।
ত্রাণ বিতরণকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা গণমানুষের দল বিএনপির কর্মী। আমরা হামলা মামলায় যত নির্যাতিত হই না কেন আমরা সব সময় বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমাদের সার্মথ্য কম, তথাপিও গণমানুষের পাশে থাকা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ। কাউন্সিলার খোরশেদ এসময় বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা ও কারামুক্তির জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।