ইশা ছাত্র আন্দোলনের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী পূর্তি উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ই মার্চ বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার সাহারা সিটিতে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান।

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি কালে এ সময় আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান বলেন, সকল মানবিক কাজে আমরা সব সময় সর্বাগ্রে এগিয়ে আসার জন বদ্ধপরিকর। আমাদের ইশা ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রতিনিয়ত প্রচুর সংখ্যক মানুষের জন্য তাদের প্রয়োজনীয় রক্তের ডোনারদের তাদের নিকট পৌঁছাতে পারছি। ভবিষ্যতে আমাদের কার্যক্রমকে আরো বেগবান করার জন্য সবার দোয়া ও ভালোবাসা কাম্য।

কর্মসূচিতে অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু বকর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আল-আমিন, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ আলী, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ জাহিদ হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবু সাঈদ, সদস্য মুহাম্মাদ মাহমুদুল হাসান ও ইশা ব্লাড ব্যাংকের মেডিকেল টিমের দায়িত্বশীলগণ।

add-content

আরও খবর

পঠিত