নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রুবেলখান): নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় ছোট সাদীপুর গ্রামে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় যুবককে পিটেয়ে নিহত করেছে এলাকার কিছু চিহ্নিত বখােটরা।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, এলাকার ছোট সাদীপুর গ্রামের বাসিন্দা মোতাহারের মেয়ে মিতু পূর্বে ডেমরা শামসুল হক উইম্যান্স কলেজ থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার রফিকুলের ছেলে জাকির হোসেন উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিতুকে তার পথ রোধ করে কুরুচিপূর্ন বথা বলে তাকে উত্যক্ত করে।
এ ঘটনা মিতু তার বাবা মোতাহার ও মামাতো ভাই মিন্টু মিয়াকে অবহিত করে। পরে মিন্টু ইভটিজার জাকির হোসেনকে মিতুকে উত্যক্ত করতে নিষেধ করে। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে মিন্টু মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎপেতে থাকা জাকির ও তার সহযোগীরা তার পথরোধ করে রিক্সা থেকে মিন্টুকে নামিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢামেক হাসপাতালে ভর্তি করে । পরে দুই দিন চিকিৎসা গ্রহনের পর রবিবার সকালে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেয়।
সুলতান আহম্মেদ মিন্টুর মৃত্যুর খবর তার এলাকায় ছড়িয়ে পরে। তারপর থেকেই শুরু হয় ধাওয়া পালটা ধাওয়া।
এ ঘটনায় ছোট সাদীপুর গ্রামের দুই/তিনটি বসত ঘরে ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।সোনারগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনকরা হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এলাকায় এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।