নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কাউন্সিলর পদ র্প্রাথী মাকসুদ আলম খন্দকার খোরশেদ বলেছেন, ইনশাল্লাহ ভয়ের কোন কারন নাই। সকল দেনা পরিশোধের পরেও বাংলাদেশ ব্যাংকের তথ্য আপডেট না থাকায় আমার নমিনেশন পেপার সাময়িক সময়ের জন্য বাতিল হয়েছে। শনিবার ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিতব্য যাচাই বাছাই পর্বে ১৩নং ওয়ার্ডের হেভিওয়েট কাউন্সিলর পদ প্রার্থী মাকসুদ আলম খন্দকার খোরশেদ এর মনোনয়ন পত্র বাতিলের ঘোষণা দেন নির্বাচন কমিশন।
এ ব্যাপারে ১৩ নং ওর্য়াডের দুইবার নির্বাচিত কাউন্সিলর খোরশেদ এক বার্তা প্রকাশ করে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে আরও জানায়, সকল কাগজাদি ঠিক থাকলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য আপডেট না থাকায় আমার নমিনেশন পেপার সাময়িক সময়ের জন্য বাতিল হয়েছে। যা আগামী সোমবারের মধ্যেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়াডবাসী, শুভাকাংখী, সর্মথকদের ধৈয্য ধারন ও দোয়া করার জন্য অনুরোধ রইল।
প্রসঙ্গত, শনিবার ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের মিলনায়তনে শুরু হওয়া মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে ১৮টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীসহ ১০ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার। যেসকল প্রার্থীদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা হলেন, নাসিক ২নং ওয়ার্ডে হাজী মো: সুমন কাজী, ৩নং ওয়ার্ডে নুর সালাম, ৫নং ওয়ার্ডে গোলাম মো: সানবীর, ৭নং ওয়ার্ডে আবুল কালাম, ৮নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন খোকন, ১২নং ওয়ার্ডে জিল্লুর রহমান লিটন, ১৩নং ওয়ার্ডে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ, ১৪নং ওয়ার্ডে দিদার খন্দকার এবং ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী সুমি আক্তার।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তারিফুজ্জামান জানান, ঋনখেলাপী হওয়ায় নাসিক ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদ্বয় খোরশেদ ও শাহ ফয়েজ উল্লাহসহ ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা আগামী ২৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে এব্যাপারে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর আপীল করতে পারবেন।