নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ ২৭ই রমজান, ১০ই সোমবার। বিগত ১৮ বছরের মত এবারো পবিত্র মাহে রমজানে ১৩নং ওয়ার্ডের ১৯টি মসজিদে ইতিকাফে অংশ নেয়া ৭৮ জন মুসল্লিকে ক্ষুদ্র উপহার দিয়ে সম্মানিত করার উদ্যোগ নিয়েছেন টিম খোরশেদ এর টিম লিডার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এবারের উপহারে থাকছে ৬০ ইঞ্চি এক্স ৩০ ইঞ্চি সাইজের উন্নত মানের টাওয়াল।
উল্লেখ্য যে, ২০০৪ সাল থেকে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তার ওয়ার্ডের মসজিদ সমূহে ইতিকাফে অংশ নেয়া মুসল্লিদের সম্মানিত করে আসছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ইতিকাফে অংশগ্রহণকারীরা আল্লাহর ঘরের মেহমান হয়ে আসেন। এলাকাবাসীর পক্ষ থেকে তাদের উন্নত খাদ্য ও উপহার দিয়ে সম্মানিত করার রীতি প্রচলিত ছিলো, যা ধীরে ধীরে বিপুপ্ত হয়ে গেছে। আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও ইতিকাফকারীর সম্মানিত করার জন্য আমাদের এই ক্ষুদ্র চেষ্টা গ্রহন করেছি।
এছাড়াও আল্লাহর অশেষ রহমতে সামর্থবান ব্যাক্তিবর্গের সহায়তায় টিম খোরশেদ ও টাইম টু গীভ এর যাকাতে স্বাবলম্বী প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকা ব্যয়ে পুজি সহ দুই জন দুস্থ মানুষকে ২ টি রিকশা ভ্যান দেয়া হচ্ছে ভ্রাম্যমাণ সবজি ব্যবসার জন্য।
স্বামর্থবান ব্যাক্তিবর্গের খাদ্য সামগ্রী অনুদানে দলমত জাতিধর্ম ভোটার-নন ভোটার নির্বিশেষে ৭ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী উপহার প্রকল্পের আজ প্যাকিং এর ১০ম দিন ও বিতরণের ৬ষ্ঠ দিন চলছে।