ইটের মাপেও প্রতারণা, লক্ষাধিক টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বক্তাবলীতে ইটের পরিমাপে প্রতারণার দায়ে ৩ ইটভাটাকে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২১শে ডিসেম্বর সোমবার ফতুল্লার বক্তাবলী এলাকায় নারায়ণগঞ্জ জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইটের পরিমাপে কম থাকার কারণে বক্তাবলী ব্রিক্সকে ৫০ হাজার টাকা, মা ব্রিক্স ফিল্ড ৫০ হাজার টাকা ও তোহা ব্রিক ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা জরিমানা সহ মোট  ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়। অভিযানকালে এ সময় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রতিনিধি সহ পুলিশের একটি টিম।

নারায়ণগঞ্জ জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ২১শে ডিসেম্বর সোমবার ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। ইটের পরিমাপে কম থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক বক্তাবলী ব্রিক্সকে ৫০ হাজার টাকা, মা ব্রিক্স ফিল্ড ৫০ হাজার টাকা ও তোহা ব্রিক ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ আদায় করা হয়।

তিনি আরো জানান, ইটের সঠিক পরিমাপ হবে, বিডিএস ২৮০:২০০৯ অনুযায়ী যথাক্রমে ২৪ গুণ ১১.৫ গুণ ৭ সেন্টিমিটার এবং ইটের উপরের নাম ফলকের পরিমাপ যথাক্রমে ১৩ গুণ ৫ গুণ ১ সেন্টিমিটার।

add-content

আরও খবর

পঠিত