ইটভাটা মালিক পক্ষের সঙ্গে এলাকাবাসীর সংর্ঘষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪: বন্দরের ফনকুল এলাকায় ইটভাটা নির্মাণকে কেন্দ্র করে মালিক পক্ষের লোকজনের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দু পক্ষের বিচ্ছিন্ন ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন আসিফ (১৫), ইয়াসিন প্রধাণ (৬৫), রাসেল(২২), রুবেল (২১), রহিমা বেগম (৪৪), এ ঘটনায় উত্তেজিত জনতা নির্মাণাধীন ইটভাটার  একটি কাঁচা ঘর ভাংচুরসহ অগ্নিসংযোগ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫জনকে আটক করে। এলাকাবাসীর দাবি, ফনকুল এলাকার প্রভাবশালী আলী আহাম্মদ, সাহাবুদ্দিন, আলী নূর, মিজান ও ইলিয়াস গং এলাকার নিরীহ লোকজনের জমি জোরপূর্বক দখল করে ইটভাটা নির্মাণের পাঁয়তারা করে আসছে। একদিকে এলাকাবাসীর জায়গা দখল অন্যদিকে পরিবেশের ভারসাম্য নস্ট হওয়ার আশংকায় তারা ইটভাটা নির্মাণে আপত্তি জানায়।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন আশ্বস্থ করার পরও চক্রটি জোর পূর্বক ইটভাটা নির্মাণের লক্ষ্যে ১৮ জুন শনিবার সকাল হতে এলাকাবাসীর উপর চাপ সৃষ্টি করে। ভাড়াটে গুন্ডা বাহিনী দিয়ে নির্মাণ কাজ শুরু করে। নির্মাণাধীন ইটভাটা কর্তৃপক্ষ জানায়, ইটভাটা নিয়মতান্ত্রিকভাবেই ব্যাক্তি মালিকানা জমির উপরই নির্মাণ কাজ ধরা হয়েছে। কিছু স্বার্থান্বেষী  ব্যাক্তি আর্থিক ফায়দা আদায়ের জন্য এলাকার নিরীহ লোকজনের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে মুসাপুর ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেনের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিষয়টি আমি জানি। তবে আপাততঃ উভয়ক্ষকেই আমি বিরোধে না যাওয়ার জন্য বলেছি। কিন্তু কি কারণে কে বা কারা এলাকাবসীকে উস্কানী দিচ্ছে জানিনা। তবে আমি দ্রুত সমাধানের জন্য উভয়পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চালাচ্ছি।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত