নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মদনপুরে অনুষ্ঠেয় না:গঞ্জ জেলা ইজতেমার মাঠের আশেপাশে অবস্থানরত বিভিন্ন ভ্রাম্যমান দোকানপাট থেকে বিপুল পরিমান চাঁদা তোলার অভিযোগ উঠেছে কতিপয় স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার কম্বল, শরবত, পাঞ্জাবী, খাবার হোটেল সহ বিভিন্ন ভ্রাম্যমান দোকানে মদনপুরের লাউসার এলাকার সোহেল, পিতাঃ লতিফ মেম্বার, রুবেল, পিতাঃ জাকির, রাজ্জাক, পিতাঃ সৈয়দ মেম্বার, আশিক সহ অন্যান্যরা প্রতি দোকান থেকে ইজতেমার ১ম দিন সন্ধ্যায় ২০০-৩০০ টাকা করে প্রায় ২ লক্ষ টাকার চাঁদা তুলে ভাগাভাগি করে নিয়েছে বলে অভিযোগকারীরা জানান।
৩ দিনব্যাপী এই ইজতেমায় লক্ষ লক্ষ মুসলমান উপস্থিত হওয়ায় র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক হলেও এ ধরণের চাঁদাবাজী হতাশ করেছে ভ্রাম্যমাণ ব্যবাসায়ীদের। এ বিষয়ে বন্দর থানার ওসি আবুল কালাম জানান চাঁদাবাজীর বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে কোন অভিযোগ আসেনি। তবে আমি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।