ইকুয়েডরের বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচ একেবারে শেষের দিকে। আজ ২৭ই জুজুন রবিবার রাতে শেষ হচ্ছে গ্রুপ বি এর খেলা। এক ম্যাচ হাতে রেখে গ্রুপ বিতে চ্যাম্পিয়ন হয়ে সবার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। আজ রাতে নিয়মরক্ষার ম্যাচে ইকুয়েডর এর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচের জয়টা আরো বড়। ৪-০ গোলে পেরুকে হারিয়েছে নেইমাররা। প্রথম দুই ম্যাচে সহজে জিতলেও পরের ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে কস্টার্জিত জয় পেয়েছে তারা। পিছিয়ে থেকেও শেষ মূহুর্তে দুই গোল দিয়ে কলম্বিয়াকে ২-১ হারিয়েছে ব্রাজিল।

অন্যদিকে চলতি কোপা আমেরিকায় ইকুয়েডর এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি। শুরুতে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের হারের পর ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র। পরের ম্যাচ পেরুর বিপক্ষেও ২-২ গোলে ড্র হয়েছে।

বি গ্রুপের পয়েন্ট টেবিলে সবার উপরে ব্রাজিল। তিন ম্যাচের প্রত্যেকটি জিতে এখন পর্যন্ত তাদের পয়েন্ট সংখ্যা ৯। এদিকে তিন ম্যাচে দুই ড্রতে ইকুয়েডরের সংগ্রহ ২ পয়েন্ট। তারা অবস্থান করছে টেবিলের চার নম্বরে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ব্রাজিলের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দলটির।

add-content

আরও খবর

পঠিত