ইউডিসি উদ্যোক্তাদের নিয়ে মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গত ৫ই জুলাই ২০১৭, রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রাথমিক উপবৃত্তি সুষ্ঠু বিতরণ বিষয়ে নারায়নগঞ্জ জেলা  ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো একটি মত বিনিময় কর্মশালা।

নারায়নগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক  রাব্বী মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ছরোয়ার হোসেন।

কর্মশালায় জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১ কোটি মায়েদের সরাসরি উপবৃত্তি পাঠানো সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একটি অগ্রাধিকারপ্রাপ্ত পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেছেন এবং উপবৃত্তির টাকা সুষ্ঠু বিতরণে আপনারা ইউডিসি এজেন্টগণ অগ্রণী ভূমিকা পালন করছেন।  কিন্তু একই সাথে আপনাদের খেয়াল রাখতে হবে, যাতে করে উপবৃত্তিপ্রাপ্ত মায়েরা পুরো টাকা হাতে পান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ছরোয়ার হোসেন বলেন, এ প্রকল্পের মাধ্যমে ১ কোটি মায়ের মোবাইল ব্যাংক একাউন্ট খোলা হয়েছে।  এখন সুবিধাভোগী মায়েদের মোবাইল ব্যাংকিং একাউন্ট এর অন্যান্য সেবা ও সুবিধা বুঝিয়ে বলতে হবে যাতে করে এটি ব্যবহার করতে তারা উৎসাহি হোন। অনুষ্ঠানে ইউডিসি এজেন্টরা শিওরক্যাশ প্রতিনিধিদের সাথে মুক্ত আলোচনায় অংশ নেন।

শিওরক্যাশের রিজিওনাল সেলস হেড মোহাম্মদ সালেহীন বলেন, সুবিধাভোগী মায়েদের প্রাথমিক উপবৃত্তি সেবা দেওয়ার ক্ষেত্রে সকল এজেন্টদের ৫০% বাড়তি কমিশন প্রদান করা হচ্ছে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে, কোনো এজেন্ট মায়েদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেবেন না।  আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এই সেবাটি বাংলাদেশের একটি অন্যতম সার্থক ডিজিটাল সেবা হিসাবে প্রতিষ্ঠিত হবে।

ইউডিসি এজেন্টরা জানান যে, প্রাথমিক উপবৃত্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এ ব্যাপারে প্রচার, প্রচারণা ও বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে অবহিত করতে হবে যাতে এর ব্যবহার বাড়ে এবং এজেন্টরা ব্যাবসায়িকভাবে লাভবান হয়। অনুষ্ঠান শেষে ইউডিসি এজেন্টরা নিয়ম মেনে চলা ও অতিরিক্ত অর্থ না আদায়ের প্রতিশ্রুতি দেন।

এখানে উল্লেখ্য যে বাংলাদেশের সরকারী ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।  রূপালী ব্যাংক শিওরক্যাশ একটি পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সেবা।  এই সেবার মাধ্যমে গ্রাহকরা সারা দেশে টাকা পাঠানো, রেমিটেন্সের টাকা উঠানো, মোবাইল রিচার্জ, বিল দেয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেয়ার সুযোগ পাবেন এবং ১ লাখেরও অধিক এজেন্টের সহায়তায় টাকা জমা করতে বা তুলতে পারবেন ।

add-content

আরও খবর

পঠিত