নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক হোসেনের ৫১তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার বরেণ্য এই ক্রীড়া ব্যাক্তিত্য ও রাজনীতিবিদের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গলাচিপা এলাকার শিশু কিশোর ও যুব সমাজ সহ এলাকাবাসী।
অনুষ্ঠানের শুরুতেই রবিউল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের আয়োজকরা। এসময় এলাকাবসীর ভালোবাসায় সিক্ত রবিউল হোসেন আবেগাপ্লুত কন্ঠে জন্মদিনের অনুভূতি প্রকাশ করে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর মার্চ মাসের শুরুতেই আমার জন্ম। কোনো দিন হয়তো জন্মদিন পালন করব না। কারণ কোনোদিনই আমি জন্মদিন পালন করি না। আজকে হঠাৎ তোমাদের এমন আয়োজন আমাকে আবেগাপ্লুত করেছে। আমি অনুধাবন করতে পেরেছি যে এলাকার মানুষ আমাকে কতটা ভালোবাসে।
তিনি আরও বলেন, আজ মানুষের যে ভালোবাসা পেলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। সবার ভালোবাসা পেয়ে আমি অভিভূত। যতদিন বেঁচে থাকব ততদিন আজকের স্মৃতি আমাকে প্রেরণা দেবে।
এ সময় উপস্থিত ছিলেন, না.গঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শিপন সরকার, ১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সহ রশিদ, হুমায়ুন, পারভেজ, রাকিব,তানভীর, বাপ্পি, আনিস, রবিন, মিরাজ, আকরাম প্রমুখ।