নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদে এমপি নির্বাচিত হওয়ার পর সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নাম ঘোষনা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ। শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব নাম চুড়ান্ত করা হয়। সভা শেষে রাত সোয়া ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ লক্ষে ইতোমধ্যেই নারায়ণগঞ্জ থেকে আওয়ামীলীগের ১৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর বিপরীতে একক প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জ-৫ আসনে চারবার নির্বাচিত সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান পত্নী পারভীন ওসমান। যেহেতু এ আসনগুলোর ৫০টির মধ্যে জাতীয় পার্টি পাচ্ছে ৪টি। আর সে চারজনের নাম সম্প্রতি দলটি ঘোষনা করলে সেখানে পারভীন ওসমানের নামটিই প্রথমস্থানে দেখা যায়।
প্রসঙ্গত, পারভীন ওসমান স্বামী নাসিম ওসমানকে বঙ্গবন্ধু হত্যায় র্দুবার আন্দোলন সহ সকল কর্মকান্ডে অনুপ্রেরণা যোগিয়েছিলেন। ওইসময় তিনি সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরই স্বামী নাসিম ওসমান স্ত্রীকে নববধূ সাজে রেখেই চলে যান আন্দোলনে। পরবর্তীতে রাজনৈতীক ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৈনিক নাসিম ওসমান জনপ্রিয়তা অব্যাহত রেখে চারবার এমপি র্নিবাচিত হন। তারপরে ২০১৪ সালের এপ্রিল মাসে ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকে ম্বামী হারানোর শত দু:খ-বেদনা সাথে নিয়েই সন্তান, আত্মীয় স্বজনদের সঙ্গে জীবনকে হাসি মুখে বরণ করে মানিয়ে নিয়েছেন এই পারভীন ওসমান।
সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জসহ সারাদেশের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে বরাদ্দকৃত ৪১টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে চুড়ান্ত তালিকায় নারায়ণগঞ্জের কারো নাম না আসায় শরকিদলের প্রধান দল জাতীয় পার্টিকে নারায়ণগঞ্জ সহ আরো তিনটি আসন দেয়া হতে পারে বলে মনে করছেন তৃণমুল নেতার্কমীরা। যেহেতু পারভীন ওসমান এখনো বহাল তবিয়তে রয়েছে, সেক্ষেত্রে সংরক্ষিত আসনে পারভীন ওসমানই হচ্ছেন এমপি, এমনটাই দাবী তাদের।
এদিকে নারায়ণগঞ্জ থেকে আওয়ামীলীগের যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তারা হলেন- বর্তমান সংরক্ষিত আসনের এমপি এড. হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি অভিনেত্রী সারাহ বেগম কবরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদলের সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদা হাসনাত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন (১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের ) কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী,( ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ) কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভাষা সৈনিক মরহুম মফিজুল ইসলামের কন্যা আলিয়া মফিজ, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সহধর্মিনী রুবিয়া সুলতানা, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্ট্যামফোর্ড ইউনিভাসিটির আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা মহিলা লীগের সভানেত্রী এড. নুরজাহান, বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা রাশেদুল কবিরের কন্যা ও সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী লন্ডন প্রবাসী শারমিন আমির এবং শহরের ২ নং বাবুরাইল ডিপি রোড এলাকার মৃত হাজী আনোয়ার হোসেনের কন্যা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমা হাসান বিথী।
অপরদিকে সংরক্ষিত নারী সংসদ সদস্যের জন্য যে ৪১ জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ, তারা হলেন-মিল্লার আঞ্জুম সুলতানা, সুলতানা নাদিরা-বরগুনা, হোসনে আরা-জামালপুর, রুমানা আলী-গাজীপুর, উম্মে ফাতেমা নাজমা বেগম-ব্রাহ্মনবাড়িয়া, হাবিবা রহমান খান (শেফালি)-নেত্রকোনা, শেখ এ্যানি রহমান-পিরোজপুর, অপরাজিতা হক-টাঙ্গাইল, মোছা: শামীমা আক্তার খানম-সুনামগঞ্জ, শামসুন্নাহার ভূঁইয়া-গাজীপুর, ফজিলাতুন নেসা-মুন্সিগঞ্জ, রাবেয়া আলীম-নীলফামারী, তামান্না নুসরাত বুবলী-নরসিংদী, নার্গিস রহমান-গোপালগঞ্জ, মনিরা সুলতানা-ময়মনসিংহ, নাহিদ ইজহার খান-ঢাকা, মোছা: খালেদা খানম-ঝিনাইদহ, সৈয়দা রুবিনা মিরা-বরিশাল, ওয়অসিকা আয়েশা খান-চট্টগ্রাম, কাজী কানিজ সুলতানা-পটুয়াখালী, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার-খুলনা, সুবর্ণা মুস্তাফা-ঢাকা, জাকিয়া তাবাস্সুম-দিনাজপুর, ফরিদা খানম (সাকী) নোয়াখালী, বাসন্তী চাকমা-খাগড়াছড়ি, কানিজ ফাতেমা আহমেদ কক্সবাজার, রুশেমা বেগম-ফরিদপুর, সৈয়দা রাশিদা বেগম-কুষ্টিয়া, সৈয়দা জোহরা আলাউদ্দিন-মৌলভিবাজার, আদিবা আনজুম মিতা-রাজশাহী, আরমা দত্ত-কুমিল্লা, শিরিনা নাহার-খুলনা, ফেরদৌসী ইসলাম জেসী-চাঁপাইনবাবগঞ্জ, পারভীন হক সিকদার-শরীয়তপুর, খাদেজা নুসরাত-রাজবাড়ী, শবনম জাহান শিলা-ঢাকা, খাদিজাতুল আনোয়ার-চট্টগ্রাম, জাকিয়া পারভীন খানম-নেত্রকোনা, মোসা: তাহমিনা বেগম-মাদারীপুর, শিরীন আহমেদ-ঢাকা এবং জিন্নাতুল বাকিয়া-ঢাকা।
নাম ঘোষণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। মনোনয়নপত্র জমার শেষ দিন ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে ভোট না হলে মনোনয়ন প্রত্যাহারের দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারিই নির্ধারণ হয়ে যাবে সংরক্ষিত মহিলা আসনে কারা সংসদ সদস্য হচ্ছেন। এবারের ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কার্স পার্টি ১টি ও অন্যদের মধ্যে স্বতন্ত্র ৩টি আসনের বিপরীতে একটি আসনে প্রার্থী দিতে পারবে।