নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদ দাতা ) : সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ওটমা এলাকায় ডা: আবু জাফর চৌধুরী বিরুর বাস ভবনে অত্র উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগ ও অত্র নোয়াগাঁও ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দের সাথে ১৫ নভেম্বর শুক্রবার বিকালে এক মতবিনিময় সভা করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী (বিরু) বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও থেকে ১৭ জন প্রার্থী নৌকার মনোনয়ন চেয়েছেন। প্রকৃত কে মনোনয়ন পাবার মত যোগ্য এবং মাঠে দলের জন্য কে কাজ করছে তা নিশ্চই আপনারা বুঝে গেছেন। মনোনয়ন চেয়েছিলাম, নেত্রী মনোনয়ন দেননি এবং তার সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি। দেশের ও দলের স্বার্থে মহাজোটের পক্ষে কাজ করেছি। পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকল ধরণের প্রচেষ্টা চালিয়েছি এবং তৃণমূলকে নিয়ে মাঠে কাজ করেছি। ষড়যন্ত্র ও অপপ্রচার অনেক চালানো হয়েছে, তারপরেও নানানভাবে খোঁজ খবর নিয়েই জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দিয়েছেন। বর্তমানে সোনারগাঁয়ের আওয়ামী লীগকে বাঁচাতে ও তৃণমূলকে সংগঠিত করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। কারণ একাজটি না করলে সোনারগাঁয়ে আওয়ামী লীগ দূর্বল হয়ে পড়বে ও বিপর্যয়ের মুখোমুখি হবে। আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে যুবলীগকে সংগঠিত করতে হবে, কারণ এখান থেকেই আগামী দিনের আওয়ামী লীগ ও নেতৃত্ব তৈরি হবে। তাই এমনিভাবে সবার সাথে নিয়মিত আমার যোগাযোগ হবে এবং আমার বার্তা পৌছে দেয়া হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং কথা দিচ্ছি আমি সর্বদা আপনাদের সুখে-দুঃখে পাশে আছি।
এসময় নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া ডাঃ বিরুর সাথে নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগ ও প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরিচয় করিয়ে দেন। নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শামসুদ্দিন খাঁন আবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, সাবেক সভাপতি নেকবর হোসেন নাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম রিপন, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, সহ-সভাপতি আল মামুন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন জাকু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোখলেছ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আঃ আলিম, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা, সহ-সভাপতি মোবারক, প্রেম মোস্তফা এলাহী, জসিম, সাংগঠনিক সম্পাদক আওলাদ রাজু, ছাত্রলীগ নেতা জাহিদ, আসাদ, সজিব, নাজমুল, আবির, সাইফুল ও অন্তর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।