আ.লীগকে বাদ দিয়ে কেউ চেয়ারম্যান হতে পারবে না : খোকন সাহা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধু জন্ম শত বার্ষিকী উপলক্ষে বন্দরে বৃক্ষরোপন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ই জুন বুধবার বিকাল ৪টায় বন্দর উপজেলার ঘারমোস্থ প্রভাতি আধুনিক শিশু শিক্ষালয়ে হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেন, রশিদ ভাই ও কাজিম ভাইয়ের নেতৃত্বে বন্দরে আওয়ামীলীগ বেশ উজ্জবিত। কাজিম ভাই একজন দক্ষ সংগঠক। আমি বিশ্বাস করি কাজিম ভাইয়ের নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এগিয়ে যাবে। আওয়ামীলীগকে বাদ দিয়ে কেউ চেয়ারম্যান হতে পারবে না।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিনত করেছে। শুধু তাই নয় তিনি ৫২ হাজার গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করেছে। যা কোন সরকার করে দেখাতে পারেনি। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি বাংলার মহানয়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরন করছি। সে সাথে আমি গভীর ভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রয়াত খান সাহেবে ওসমান আলী ও তার সুযোগ্য ছেলে প্রয়াত নেতা এ. কে. এম. শামসুজ্জোহাকে। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশে আরো উন্নয়ন হবে। আপনারা আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য প্রান ভরে দোয়া করবেন।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাঈনউদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহামুদা মালা, উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা।

এ ছাড়াও বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল, ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. ইকবাল হোসেন প্রমুখ। প্রভাতি আধুনিক শিশু শিক্ষালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিনের সঞ্চালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামরিেিগর প্রচার সম্পাদক মো. বাবুল মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, সমাজ সেবক নূর ইসলামসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত