আড়াই মাস নিখোঁজের পর সাংবাদিক উৎপল উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নিখোঁজের প্রায় আড়াই মাস পর বাড়ি ফিরেছে একটি অনলাইন নিউজ পোর্টাল এর জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস। গত মঙ্গলবার রাত ১২টার দিকে অপহরণকারীরা উৎপলকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় একটি পেট্রল পাম্পের কাছে ফেলে রেখে যায়। এরপর রাতেই উৎপল মায়ের কোলে ফিরে যায়।

জানা যায়, গত ১০ অক্টোবর রাজধানী ঢাকা থেকে নিখোঁজ হয় অনলাইন নিউজ পোর্টাল  পূর্বপশ্চিম বিডিডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরিও করা হয় । এরপর উৎপলের সহকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তার সন্ধানের দাবিতে আন্দোলন করে আসছে। নিখোঁজের আড়াই মাস পর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অপহরণকারীরা উৎপলকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকার শাহজালাল পেট্রল পাম্পের কাছে ফেলে রেখে যায়।

পরে খবর পেয়ে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাড়িঁ ইনচার্জ শহীদুল ইসলাম তাকে উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে আসেন। কোন অভিযোগ না করায় রাত ৩ টার দিকে উৎপলকে তার পরিবারের হাতে তুলে দিলে তারা বাড়িতে চলে যায়।মুক্তিপণ আদায়ের জন্য উৎপলকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন উৎপল দাস। কারোর বিরুদ্ধে কোন অভিযোগ না করায় রাতেই উৎপলকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাড়িঁ ইনচার্জ শহীদুল আলম। রাত ৩ টার দিকে উৎপল ও তার পরিবারের লোকজন একটি মাইক্রো বাস যোগে নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে চলে যায়।

add-content

আরও খবর

পঠিত