আড়াইহাজার পৌরসভা নির্বাচনে শিশুদের বিজয় মিছিলে হামলা, ১০শিশু আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজার পৌরসভা নির্বাচনে শিশুদের একটি বিজয় মিছিলে হামলায় অন্তত ১০শিশু আহত হয়েছ।

বুধবার (২৫জুলাই) আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে মো. বশিরউল্লাহ বিপুল ভোটে জয় লাভ করে। পরে রাত ৮টার দিকে উপজেলার মুকুন্দী পান্না বাড়ৈপাড়া এলাকায় শিশু জয়ী পার্থীর পক্ষে মিছিল নিয়ে বের হয়। এসময় লাঠিসোটা ও হকিষ্টিক নিয়ে শিশুদের উপর হামলা চালায় পরাজিত পার্থীসহ তাদের সমর্থকরা।

তারপর স্থানী লোকদের উত্তেজনা ছড়িয়ে পরলে পু্লিশ ঘটনাস্থলে গিয়ে বিজয়ী কাউন্সিলরের সহযোগীতায় নিয়ন্ত্রনে আনে।

বিজয়ী কাউন্সিলর বশিরউল্লাহ জানান, নির্বাচনে পরাজিত হয়ে লাল মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী শিশুদের উপর এ বর্বর হামলা চালানোর নিন্দা জানান ও এ ঘটনায় বিচার দাবী করেন।

পরাজি পার্থী লাল মিয়া জানান, তার বাড়ির সামনে দিয়ে উচ্চস্বরে হইহুল্লুর করায় তাদের ধমক দেওয়া হয়েছে মাত্র।

এব্যাপারে আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

add-content

আরও খবর

পঠিত