নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোননয়ন চুড়ান্ত করা হয়েছে। ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান শহিদুল ইসলাম নুরু-এর জেষ্ঠ পুত্র মো. আরিফুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি ঠিক করা হয়েছে।
আড়াইহাজার থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজালাল মিয়া বিষয়টি নিশ্চিৎ করে বলেন, ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় মনোনয়নের বিষয়টি চুড়ান্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মো. আলাউদ্দীন, যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের পেনেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী মিয়া ও খাগকান্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছাইদুল ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় ১০ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলীয় নেতা কর্মীরা অংশ নেন।
প্রসঙ্গত, ৬ জুন খাগকান্দা ইউনিয়ণ পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম নুরু মৃত্যুবরণ করায় পদটি শুণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।