আড়াইহাজার ও গোপালদী দুই পৌরসভায় নৌকা প্রতিকের বিজয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আড়াইহাজার ও গোপালদী দুই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতিকের বিজয় হয়েছে। ২৫ জুলাই বুধবার রাতে রিটার্নিং অফিসার ফয়সাল কাদের ও মো. শফিকুর রহমান বেসরকারীভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। বিজয়ীরা হলেন আড়াইহাজার পৌরসভার মো. সুন্দর আলী ও গোপালদী পৌরসভায় এম এ হালিম সিকদার।

এরআগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৮টি ওয়ার্ডে কেন্দ্রের ২০টি ভোটকক্ষে বিরতিহীনভাবে চলে আড়াইহাজার উপজেলার পৌরসভা নিবার্চনের ভোটগ্রহণ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় নির্বাচন। ৪ জুলাই প্রতীক বরাদ্দ পেয়েই এলাকায় ব্যাপক প্রচার চালায় প্রর্থীরা।আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে ২, সাধারণ পদে ৩৪ ও সংরক্ষিত নারী আসনে ১১জন।

বেসরকারীভাবে ঘোষনাকৃত ফলাফলে জানা যায়, আড়াইহাজার পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে মো. সুন্দর আলী পেয়েছেন ১৩ হাজার ৩শ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে পারভীন আক্তার পেয়েছেন ২ হাজার ৩১৪ ভোট। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিলো ২০ হাজার ৭শ ৫৭ জন। গোপালদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে এম এ হালিম সিকদার পেয়েছেন ১৮ হাজার ৮শ২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে মুসফিকুর রহমান মিলন পেয়েছেন ৩ হাজার ১৬৩ ভোট।

আড়াইহাজার পৌরসভায় ১নং সংরক্ষিত আসনে রাশিদা আক্তার ( আনারস) প্রতীক, ২নং ওয়ার্ডে রীনা বেগম (চশমা) প্রতীক, ৩ নং ওয়ার্ডের শামসুন নাহার( বলপেন প্রতীক), ১নং ওয়ার্ডে বিজয়ী মমিনুল ইসলাম শুভ (ডালিম) প্রতীক, ২নং ওয়ার্ডে অহিজদ্দিন ভূঁইয়া (উটপাখি) প্রতীক, ৩নং ওয়ার্ডে রাশেদুজ্জামান (পানিরবোতল) প্রতীক, ৪নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বীতা উদয়ন চন্দ্র বিশ্বাস, ৫নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন (টেবিল ল্যাম্প) প্রতীক, ৬নং ওয়ার্ডে বশির উল্লাহ (পাঞ্জাবী) প্রতীক, ৭নং ওয়ার্ডে হাতেমালী (উটপাখি) প্রতীক, ৮নং ওয়ার্ডে জাকির হোসেন (উটপাখি) প্রতীক ও ৯নং ওয়ার্ডে সাদেকুর রহমান ( টেবিল ল্যাম্প) প্রতীক।

গোপালদী পৌরসভার ১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিজয়ী হয়েছেন আছমা আক্তার( চশমা) প্রতীক, ২নং ওয়ার্ডে সুফিয়া আক্তার (আনারস) প্রতীক, ৩নং ওয়ার্ডে শাহীদা বেগম (বলপেন) প্রতীক।

১নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আক্তার হোসেন (পাঞ্জাবী) প্রতীক, ২নং ওয়ার্ডে রাজু আহমেদ বাছেদ (ব্রিজ) প্রতীক, ৩নং ওয়ার্ডে গোলজার হোসেন ভূঁইয়া (উটপাখি) প্রতীক, ৪নং ওয়ার্ডে হারিছুল হক (উটপাখি) প্রতীক, ৫নং ওয়ার্ডে মিনহাজুর রহমান (ডালিম) প্রতীক, ৬নং ওয়ার্ডে শাহনেওয়াজ মোল্লা (উটপাখি) প্রতীক, ৭নং ওয়ার্ডে জয়নাল আবেদীন (পানিরবোতল) প্রতীক, ৮নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (পানিরবোতল) প্রতীক ও ৯নং ওয়ার্ডে আলী আজগর (পাঞ্জাবী) প্রতীক।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিলো ২৮ হাজার ৩শ ৮২ জন। এদিকে নানা অভিযোগ এনে নির্বাচন স্থগিত করে পূণরায় নির্বাচনের দাবিতে নির্বাচন থেকে সরে দাড়ায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদ্বয়।আড়াইহাজারে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন পারভিন আক্তার ও গোপালদী পৌরসভায় মেয়র পদে প্রার্থী ছিলেন মুশফিকুর রহমান লিটন। প্রসঙ্গত, গোপালদী পৌরসভায় মেয়র পদে ২জন, সাধারণ (কাউন্সিলর) পদে ২৯ ও সংরক্ষিত নারী আসনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

দুই পৌরসভায় ভোটার সংখ্যা ৪৯,০৮৫জন। এর মধ্যে নারী ভোটার ২৪,২৫৩জন, পরুষ ভোটার ২৪,৮৩২জন। আড়াইহাজার পৌরসভাং নং ওয়ার্ডে ভোটার- ১, ৮৮৬জন, ২ নং-১, ৬৭৪জন, ৩নং-১,৫৫৬জন, ৪নং-২,২৮৯জন, ৫নং- ৩,০৭৩জন, ৬নং-১, ২৩৬জন, ৭নং- ২,২২১জন, ৮নং- ৩,৩২৭জন, ৯নং ওয়ার্ডে – ২,৩৩৭জন। এখানে ভোট কক্ষের সংখ্যা ৬২টি। ভোট কেন্দ্রের সংখ্যা -৯টি। গোপালদী পৌরসভায় ১নং ওয়ার্ডে ভোটার ২,০২১জন, ২নং- ১,৮৮৭জন, ৩নং- ৩,২৫৩জন, ৪নং- ২,৫৯২জন, ৫নং- ২,০৪৭জন,৬নং- ১,৯১২জন,৭নং- ২,৯৮০জন, ৮নং- ৩,৩২৩জন,৯ নং-৮,৩১৩জন। ভোট কক্ষের সংখ্যা-৮৫টি। ভোট কেন্দ্রের সংখ্যা -১১টি।

add-content

আরও খবর

পঠিত