নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে। বৃহম্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধন্দী ভিটিকামালদী এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুরপাড়ে বসানো জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
এরা হলো, আড়াইহাজার থানাধীন ঝাউগড়া এলাকার নাসিরউদ্দিনের ছেলে খোকন (৪২), ভিটিকামালদী এলাকার মৃত আক্তার মিয়ার ছেলে সারোয়ার ভূঁইয়া স্বপন (৪২), মৃত আবু বকর মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), একই এলাকার মৃত কদম আলীর ছেলে আমান মিয়া (৩৫), ধন্দী বাজার এলাকার মতিনের ছেলে আনার মিয়া (৪০) সোনারগাও থানাধীন শেখেরকান্দী এলাকার মৃত মালেক ভূঁইয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৪), বুরুমদী এলাকার ফজলুল হকের ছেলে শফিকুল ইসলাম (৩৬) একই এলাকার মৃত জজ মিয়ার ছেলে নুরুল হক (৩৩)।
আড়াইহাজার থানার এএসআই মোস্তফা মিয়া জানান, ধন্দী ভিটিকামালদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।