নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে ৪০ কেজি গাঁজাসহ ফারুক হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে স্থানীয় বিশ্বনন্দী ফেরিঘাট এলাকায় তাকে আটক করা হয়। আটককৃত ফারুক হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন রাজনগর এলাকার মোজ্জামেলের ছেলে।
জান গেছে, অভিলাস বাস সার্ভিস নামে কোম্পানীর যাত্রী কাউন্টারের পাশে একটি (ঢাকা-মেট্রো- গ ৩৩-৩৬৮৫) নাম্বারের একটি প্রাইভেটকারের গতিবিধি লক্ষ্য করে জনতার সন্দেহ হয়। পরে তারা গাড়ীটি তল্লাশী করেন। এ সময় আটটি বস্তার মধ্যে রাখা ৪০ কেজি গাঁজার সন্ধ্যান মিলে। আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে এবং ফারুক হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, এই ঘটনায় ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।