নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর সোমবার এই প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু। এই প্রকল্পটিতে প্রপার্টি ডেভলামেন্ট লিঃ (পিডিএল) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির প্রকৌশী মুহাম্মদ নাছির উদ্দিন, উপ-সহকারি প্রকৌশী সৈয়দ রেজাউল করিম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা লুৎফর নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নুরুজ্জামান ও সাবেক ভিপি আমির হোসেন প্রমুখ। ২০২১ সালের এপ্রিল মাসে কাজ সম্পূর্ণ করা কথা রয়েছে।