আড়াইহাজারে ৩০ কেজী গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ৩০ কেজী গাঁজাসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-২৪৩৬) জব্দ করেছে পুলিশ। শনিবার দুপুরে মেঘনা ফেরি ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই প্রাইভেটকারটি জব্দ করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ অন্যরা পালিয়ে যায়।

গোপালদী তদন্ত কেন্দ্রের ওসি হাছান জানান, স্থানীয় তালতলা কড়ইতলা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশি চৌকি পরিচালনা করছিল। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার রেখে চালক ও অন্যরা পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ওই গাঁজাগুলো উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত