নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে হঠ্যাৎ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মাত্র ২০ থেকে ২৫ গজের দ্রুতের মধ্যে সংবদ্ধ একটি চক্র ২ ঘন্টা ব্যাপী তান্ডব চালিয়ে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। উদ্বেগ জনক হলো ডাকাতদল একটি ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপিনকৃত (সিসি টিভি) ক্যামেরা খুলে নিয়ে গেছে। এতে পুলিশের পক্ষে ডাকাতদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
ঘটনার পরের দিন উজ্জল শিল্পালয়ের মালিক মালিক উজ্জল বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার পর দুই দিন পেরিয়ে গেলেও দুস্কৃতিকারীদের গ্রেফতার ও লুট হওয়া মলামাল উদ্ধার করতে পারেনি। কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের দায়িত্ব-কর্তব্য নিয়েও অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকেই মন্তব্য করেছেন ফাঁড়ির সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে ২ ঘন্টা ব্যাপী ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কোনোভাবে টের পাইনি। এতে করে মনে পুলিশের প্রতি ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তবে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে ঘটনাস্থল পরির্দশন করেছেন। ৭ অক্টোবর সোমবার রাত ২ থেকে ৩টা পর্যন্ত কালাপাহাড়িয়া ইউপির রাধানগর বাজারের আলম মার্কেটের ওয়াজউদ্দিন প্লাজার নীচ তলাসহ পাশের একটি মার্কেটে এ ঘটনা ঘটেছে।
তিনটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুস্কৃতিকারীরা প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সার্কেল (গ) অঞ্চল আনিস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি। তবে পুলিশের দাবী এটি একটি চুরির ঘটনা। এ সময় একই ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে বসবাসকারী দুই ভাড়াটিয়া মোহর আকন্দ ও কবির হোসেন নামে দুই ইটভাঙ্গা শ্রমিককে দুস্কৃতিকারীরা পুলিশ পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্রের মুখে মারধর করে।
এদিকে ঘটনার পর থেকে পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত উজ্জ্বল শিল্পালয়ের মালিক উজ্জ্বল জানান, আমল মার্কেটের (৩তলা) বিল্ডিংয়ের নীচ তলায় উজ্জ্বল স্বর্ণালয়। দুস্কৃতিকারীরা ১৪টি তারা কেটে ভিতরে ঢুকে। দুইটি সিন্দুকের তালা কেটে ৭৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৩৫ কেজি রৌপ্য ও নগদ ৭ লাখ টাকা লুটে নিয়েছে।
তিনি আরো বলেন, আমার ধারণা রাত ২ থেকে ৩টা পর্যন্ত দুস্কৃতিকারীরা দোকানের ভিতরে তান্ডব চালিয়েছে। মা জুয়েলার্সের মালিক মোস্তফা জানান, তার দোকান থেকে দুস্কৃতিকারীরা ১৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৭ কেজি রৌপ্য ও নগদ ৭৫ হাজার টাকা লুটে নিয়েছে।
ইটভাঙ্গা শ্রমিক কবির হোসেন বলেন, প্রথমে আমাদের থাকার কক্ষের দরজা লাথি মেরে ভেঙে ফেলা হয়। পরে দৃস্কৃতিকারীরা আমাকে পুলিশ পরিচয় দিয়ে শর্টগান ও পিস্তুল ঠেকিয়ে মারধর করে।
বাজারের পাহাড়াদার বৃদ্ধা আব্দুল আলী বলেন, পুলিশের পোশাকধারী তিন ব্যক্তি আমাকে প্রথমে জাপটে ধরে। পরে আমি টানাচেড়া করলে আমার আঘাত করে। এদিকে কামাল হোসেন নামে স্থানীয় এক যুবক জানান, বাজারে টিটুর চায়ের দোকানটি খোলা ছিল। এ সময় তার দোকানের পাশে দাঁড়িয়ে পাঁচ জন দুস্কৃতিকারী পুলিশের তদন্ত কেন্দ্রে যাতে কেউ ঢুকতে না পারেন এজন্য পাহাড়া দিয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনা মামলা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধার করা হবে।