আড়াইহাজারে ২৪ ঘন্টার ব্যবধানে দুই খুন !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( এম এ হাকিম ভূঁইয়া ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৪ ঘন্টার ব্যবধানে পরপর দুটি খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে। ৯ অক্টোবর বুধবার সকালে সাহেলা আক্তার (২৮) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় গোপালদী পৌরসভাধীন উত্তর কলাগাছিয়া এলাকার মোবারক হোসেনের স্ত্রী ও একই এলাকার হাছেন আলীর মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের পরিবারের দাবী তার স্বামী তাকে ৮ অক্টোবর মঙ্গলবার রাত ১০টা থেকে ১ টার মধ্যে ঘুমন্ত অবস্থায় যেকোনো সময় নিজের শোবার ঘরের চৌকিতে শ্বাসনালি কেটে হত্যা করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। সে নরসিংদী জেলার মাধবদী থানাধীন খিদিরামকান্দি এলাকার আব্দুল খালেকের ছেলে।

নিহতের বোন পারভীন আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর সঙ্গে নানা বিষয়টি নিয়ে মনোমালিন্য চলছিল। বিভিন্ন সময় তাকে মারধর করা হতো। তিনি প্রায় সময়ই তাকে হত্যার হুমকী দিয়ে আসছিল।

তিনি আরো জানান, সংসারে কলহের জেরে মঙ্গলবার রাত ১০টা থেকে ১টার মধ্যে যেকোনো সময় নিজের শোবার ঘরের চৌকিতে ঘুমন্ত অবস্থায় ধাঁরালো কিছু দিয়ে তার শ্বাসনালি কেটে তাকে হত্যা করা হয়েছে। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাসির আহমেদ বলেন, গলা কাটা অবস্থায় মরদেহ চৌকির নিচে পড়ে ছিল। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে নিহতের স্বামী হত্যাকান্ডের এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। ৮ অক্টোর মঙ্গলবার পারভেজ (১৮) নামে এক মোটর মেকানিককে গলা কাটা লাশ উদ্ধার করেছে পুুলিশ। সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন বাগবইরাটি এলাকার মৃত তারা মিয়ার ছেলে। স্থানীয় পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় জুয়েলের মালিকানাধীন একটি মোটর গ্যারেজ থেকে লাশ উদ্ধার করা হয়। গত ৭ অক্টোবর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যেকোনো তাকে ছুরি দিয়ে শ্বাসনালি কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। ঘটনার পর নিহতের সঙ্গে থাকা সুমন পলাতক রয়েছে। সে নরসিংদী জেলার সদরথানাধীন বাদুয়ারচর আরশিনগর এলাকার সেন্টু মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

আড়াইহাজার থানার এসআই শামীম বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যেকোনো সময় তাকে ছুরি দিয়ে শ্বাসনালি কেটে হত্যা করা হয়েছে। আমাদের ধারণা নিহতের সঙ্গে থাকা তার সহকর্মী সুমন এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তাকে পাওয়া গেলেই মৃত্যুর কারণ বের করা সম্ভব হবে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

add-content

আরও খবর

পঠিত