নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ২৪ ক্যান বিয়ারসহ সাগর (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় বড়বিনাইরচর এলাকার সাখাওয়াতের ছেলে। বুধবার সকালে দুই ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে ধৃত আসামিকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিনাইরচর এলাকা থেকে বিয়ারসহ তাকে আটক করা হয়। তবে পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে ওসমান (৩০) নামে তার সহযোগি মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।