আড়াইহাজারে ২১ শে বই মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে স্থানীয় সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত চারদিন ব্যাপী  ২১ শে বই মেলায় সোমবার বিকালে শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন চিত্রকর আসাদুজ্জামান মানিক, ডাক্তার উত্তম কুমার দাশ গুপ্ত মেডিকেল অফিসার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় আওয়ামী লীগে নেতা সুমন মিয়া, বকুল মিয়া ও থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন প্রমুখ।

ডাক্তার উত্তম কুমার দাশ গুপ্ত বলেন, কোমলমতি শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের প্রতিভা বিকাশে সহযোগিতা করবে। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা দেশ, জাতি তথা আমাদের গৌরব গাথা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। আরও বেশী করে শিশুদের অংশ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চিত্রকর আসাদুজ্জামান মানিক বলেন, আমি চেষ্টা করছি শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলোকে জাগিয়ে তোলার। তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে। প্রতি বছরের ন্যায় এ বছরও শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৭০ জন বিভিন্ন বয়সের ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরা অংশ নেন।

add-content

আরও খবর

পঠিত