নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে সাইদুল্লাহ (৫৯) নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির ইজারকান্দী এলাকার মৃত সামছুর ছেলে। বুধবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের আদালত থেকে হত্যা মামলার পলাতক আসামি সাইদুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ছাড়াও তার বিরুদ্ধে অন্য আরেকটি মামলায়ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।