নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : মুজিববর্ষ উপলক্ষ্য আড়াইহাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার ‘মানবতার দেয়াল’-এর উদ্বোধন করা হয়েছে। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ইউএইচএফপিও) ডাক্তার সায়মা আফরোজ ইভা, আরএমও ডাক্তার আশরাফুল আমীন, ডাক্তার উত্তম কুমার দাশ গুপ্ত, ডাক্তার মনিরুজ্জামান, ডাক্তার খলিলুর রহমান প্রফিট, ডাক্তার আরিফুল হক, ডাক্তার শান্তা ত্রিবেদী, ডাক্তার চেমনআরা বেগম, ডাক্তার শরীফ, ডাক্তার রুপালী রানী দাস, ডাক্তার আনন্দ কুমার দত্ত, ডাক্তার রাজু আহমেদ, ডাক্তার মোশারফ হোসেন, ডাক্তার মনোয়ারা বেগম প্রমুখ।
সায়মা আফরোজ ইভা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আর্দশ। তিনি এদেশের মানুষকে মানবতা শিখিয়ে গিয়েছেন। তিনি গরীব দুঃখি মানুষকে ভালো বাসতেন। তাদের মুখে আহার তুলে দিতেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান। তার ডাকে এদেশের আপামোড় জনগণ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জাতির জনককে নিয়ে আমরা গর্বিত।
উত্তম কুমার দাশ গুপ্ত বলেন, মানবতার দেয়ালের মূল স্লোগানই হলো- আমাদের বাড়িতে অপ্রয়োজনীয় জিনিসটি রেখে যান। দেয়াল থেকে আপনার প্রয়োজনীয়টি নিয়ে যান। মানবতার দেয়াল হলো মানবতার জন্য। আমি আহবান করব আমাদের স্বাধ্যমত যেন, মানবতার এই দেয়ালে সহযোগিতায় সবাই এগিয়ে আসি।