নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে স্বামীর সাথে অভিমান করে মৌসুমী (২২) নামের এক স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সাতগ্রাম গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মৌসুমী ওই গ্রামের মোশারফ হোসেনের মেয়ে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস.আই) আরিফ জানান, সাতগ্রাম গ্রামের মোশারফের মেয়ে পাশ্ববর্তী রুপগঞ্জ উপজেলার সাওঘাট গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের (৪০)সাথে ৫/৬ বছর আগে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকে আলমগীর তার স্ত্রী মৌসুমীকে নিয়ে একই গ্রামে চাচা শ্বশুরের বাড়ীতে বসবাস করে আসছিল। আলমগীরের আরো একটি স্ত্রী রয়েছে । এই নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। তা নিয়ে বুধবার দুপুরে মৌসুমী ঘরের আড়াঁর সাথে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনা নিশ্চিত করেছেন। এই ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।