আড়াইহাজারে স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেল স্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে বার্ধক্যজনিত কারণে স্বামী ঈদ্রীস আলীর মৃত্যুর ছয় ঘন্টার মধ্যে তার স্ত্রী রেজিয়া বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয় পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের নিকট আত্মীয় আহসান উল্যাহ জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে স্থানীয় বারোদী ইউপির সাবেক চেয়ারম্যান আলী আজগরের বাবা হাজী ঈদ্রীস আলীর মৃত্যু হয়। পরে সকাল ৯টায় তার দাফন সম্পন্ন হয়। এদিকে স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রী রেজিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক ডা. আরিফ ও ডা. জাহাঙ্গীর আলম তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আরিফ বলেন, রেজিয়া বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

add-content

আরও খবর

পঠিত