আড়াইহাজারে স্বর্নের বার উদ্ধার ॥ গ্রেফতার -২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপপগঞ্জ প্রতিনিধি ) : আড়াইহাজারে একটি বাজার থেকে চারটি স্বর্ণের বারসহ  জহিরুল ইসলাম ও জোবায়ের আহাম্মেদ নামে দুই স্বর্ন চোরাচালানীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ই মার্চ বৃহস্পতিবার রাতে পৌনে ১ টার দিকে উপজেলা উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নয়নাবাদ গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মোঃ জহিরুল ইসলাম (২১) ও একই গ্রামের নান্নু মিয়ার  ছেলে জোবায়ের আহম্মেদ (২২)।

আড়াইহাজার থানার এস আই তাহেরুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম ও জোবায়ের আহাম্মেদের কাছ থেকে ৪ টি স্বর্ণের বারগুলো উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সিন্ডিকেট করে  বিদেশ হতে চোরাচালানের মাধ্যমে স্বর্ণের বার এদেশে এনে বিক্রি করছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত