আড়াইহাজারে স্কুল শিক্ষিকার বাড়িতে চুরি, ১৬ লাখ টাকার মাল লুট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বুধবার দুপুর ১টার দিকে এক স্কুল শিক্ষিকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। নগদ ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ১৬ লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগ ছিল। খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির দারোয়ান জসিম নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় জাঙ্গালিয়া এলাকার মুকবল হোসেনের ছেলে। আড়াইহাজার পৌরসভাধীন স্থানীয় লাসরদী এলাকায় অহনা ভিলায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শিক্ষিকা ঝর্না আক্তার জানান, তিনি ও তার বোন হেলেনা আক্তার ছানাউল্যাহর পাঁচতলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকেন। দুপুর একটার দিকে বাসায় ফিরে আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান। তিনি আরও বলেন, দুস্কৃতিকারীরা দুই কক্ষে থাকা আলমারি ভেঙে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও ৩০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করেছে।

আড়াইহাজার থানার এসআই সজিব বলেন, বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত