আড়াইহাজারে স্কচটেপে হাত-পা ও মুখ বাঁধা চালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কচটেপ দিয়ে আশু মোল্লা (৪৫) নামে হাতপা, নাক, মুখ বাঁধা অবস্থায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আগস্ট শনিবার সকালে আড়াইহাজারমদনপুর সড়কের বৈলারকান্দি এলাকায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি সোনারগাঁও উপজেলার মীরেরবাগ এলাকার মৃত মালেক মোল্লার ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে নরসিংদীমদনগঞ্জ সড়কের উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী সুইচ গেইট সংলগ্ন সড়কের পূর্বপার্শ্বে একটি মৃতদেহ পড়া থাকতে দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে হাতপা মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। সোনারগাঁও উপজেলার মীরেরবাগ এলাকার বেনু মোল্লা লাশটি তার আপন ভাই আশু মোল্লা বলে শনাক্ত করেন।

নিহতের ভাই বেনু মোল্লা জানান, তার ভাই একজন অটোচালক। গত আগস্ট বৃহস্পতিবার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। লাশ পাওয়া গেলেও অটোটিও পাওয়া যায়নি।

নিহতের দুই হাত পিছন দিক থেকে সাদা স্কচটেপ দিয়ে বাঁধা এবং মুখ, দুই পা সাদা স্কচটেপ দিয়ে বাঁধা রয়েছে। গলায় কাটা দাগ রয়েছে। লাশে পচন ধরে কালচে হয়ে গেছে। এদিকে পুলিশের ধারণা অটো ছিনতাইয়ের জন্য কয়েকদিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ হাতপা বেঁধে ডোবায় ফেলে যায়। হত্যার সাথে জরিতদের গ্রেফতার অটোরিকশাটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।

add-content

আরও খবর

পঠিত