আড়াইহাজারে সালিশকে কেন্দ্র করে ৬ জনকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিচার-সালিশকে কেন্দ্র করে একই পরিবারের অন্তত ছয় সদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলো টিপু সুলতান (২৮) তার বাবা আব্দুল হক (৬৫) ও মা ফাতেমা (৫৫)। পরিবারের অন্য সদস্যদের স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৮ অক্টোবর  শুক্রবার বেলা ১১টায় স্থানীয় ভিটিপাড়া কল্যান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত টিপু সুলতান জানান, ৬ বছর আগে প্রতিপক্ষ কল্যান্দী এলাকার সাজোয়ার ও তার মা গোলরেহানকে ৩০ শতাংশ ফসলি জমির ক্রয়বাদ বায়না স্ট্যাম্পে লিখে ৪ লাখ টাকা প্রদান করা হয়। পরে তারা জমি রেজিস্ট্রি করতে নানা বাহানা করতে থাকে।

তিনি আরও বলেন, কোনো উপায় না পেয়ে শুক্রবার স্থানীয় ব্যবসায়ী মহুর আলীর মধ্যস্তাতায় তার বাড়িতেই বিচার-সালিশ বসানো হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ সাজোয়ার ও তার নিকট আত্মীয় সুমনসহ আরও ১০ থেকে ১২ জন লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় একই পরিবারের অন্তত ৬ জন আহত হন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-content

আরও খবর

পঠিত