আড়াইহাজারে সহকর্মীর আঘাতে রং মিস্ত্রি নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাজে যাওয়া নিয়ে দুই রং মিস্ত্রির মধ্যে সংঘর্ষে এক রং মিস্ত্রি আব্দুল করিম (৫৮) নামে এক ব্যাক্তির  মৃত্যু। ৫ই জানুয়ারি বুধবার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী পূর্বপাড়া (ষাড়পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন গ্রামের মৃত বাছেন উদ্দিনের ছেলে রং মিস্ত্রি আব্দুল করিম ও তাঁর সহকর্মী একই এলাকার ওহাব মিয়ার ছেলে মনিরের (৩০) মধ্যে কাজে যাওয়া নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে মনির ক্ষিপ্ত হয়ে আব্দুল করিমকে কিল, ঘুষি ও লাথি মেরে মারাত্মকভাবে আহত করেন। এ সময় আব্দুল করিম অজ্ঞান হয়ে পড়লে বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়।

বেলা সাড়ে ১১টার দিকে আহত আব্দুল করিম তার নিজ বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার পর মনির পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ আব্দুল করিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেছে।

আড়াইহাজার থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতের স্বজনরা বলেছেন বৃহস্পতিবার লাশ দাফনের পর তারা মামলা দিতে থানায় আসবেন।

add-content

আরও খবর

পঠিত