নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে রোববার ইবতেদায়ী ও সমাপনী পরীক্ষায় প্রথম দিন ৩৬৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ইবতেদায়ী ৫৭৩ জন ও সমাপনী ৬৮৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে, মাদ্রাসা শিক্ষাবোর্ড ৫৬ জন এবং প্রাথমিক শিক্ষা বোর্ডে ৩১৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
এদিকে আড়াইহাজার সরকারি মডেল হাইস্কুল কেন্দ্র সচিব মাহফুজ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিন ইংরেজী পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। ১৫ কেন্দ্রে ১২৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।