আড়াইহাজারে শ্রমিককে গলা কেটে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে আরিফ নামে এক ধান কাটার শ্রমিককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।  স্থানীয় হাইজাদী ইউপি এর সিংহদী এলাকার মোতালিব ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের বারান্দায় এ ঘটনা ঘটে।

শনিবার (৪ মে) সকালে খবর পেয়ে পুলিশ আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনিত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত আরিফ ময়মনসিংহ জেলার মুক্তাগাছার মাইনকুইন এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তার গলার অধিকাংশই কেটে ফেলা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফানুর বলেন, সকাল ৭টায় আমি বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেই। পরে পুলিশ আহত ব্যক্তিকে বিদ্যালয়ের বারান্দা থেকে উদ্ধার করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার এসআই নাজমুল জানান, মনে হচ্ছে তিনি ধান কাঁটার শ্রমিক। হত্যার উদ্দেশে তার গলার অধিকাংশই ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত