নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শান্ত (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে আড়াইহাজার থানার পুলিশ। ১৯ আগস্ট বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
এর আগে ১৮ আগস্ট মঙ্গলবার ভিকটিম ৪ বছরের শিশুর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় ধর্ষণের চেষ্টা অভিযোগে মামলা দায়ের করেন। গত ২১ এপ্রিল চকলেট দেয়ার লোভ দেখিয়ে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে বিচার সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করায় মামলা দায়েরে দেরি হয় বলে উল্লেখ করে বাদী। এ ব্যাপারে আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) মঞ্জুর জানান, আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।