আড়াইহাজারে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বুধবার ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, এমপি নজরুল ইসলাম বাবুর সহধর্মীণি ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আকবর সিকদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাফর আহম্মেদ পাঠান দুলাল ও  ৬২ নং আড়াইহাজার সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক মবিনুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।

এ বছর ৬৫৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৬২ জন জিপিএ-৫ পেয়েছে। এই উপজেলায় এ বছর সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৫.৫৬ বলে জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

add-content

আরও খবর

পঠিত