আড়াইহাজারে যুবকের ১ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলায় মাদকদ্রব্য রাখার দায়ে সোহাগ মিয়া (২৯) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওবায়দুল কবিরের নেতৃত্বে উপজেলা গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার শ্বশুর নুরুল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত সোহাগ মিয়া মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার আদিল সিকাদারের ছেলে। তিনি গোপলদী রামচন্দ্রদী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে বসবাস করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওবায়দুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে সোহাগকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়।

add-content

আরও খবর

পঠিত