আড়াইহাজারে যাত্রীবাহি বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে যাত্রীবাহি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রায় ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

রবিবার (১২ আগষ্ট) ভোর ৫টায় আড়াইহাজারের শিমুলতলির ঢাকা-সিলেট মহাসড়কে ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে মাধবদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকা অভিমুখী চট্রগ্রাম মেট্রো ব-১১-০১৮৩ নাম্বারের রুপসী বাংলা কোম্পানির একটি যাত্রীবাহি বাস ও বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো ট- ১৮-১০৮৪ নাম্বারের একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের প্রায় ১০জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মাধবদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দীর্ঘ পাঁচ ঘন্টা ব্যাপী যানজটের সৃষ্টি হয়।

পরে আড়াইহাজার থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করেন।

add-content

আরও খবর

পঠিত