আড়াইহাজারে যমজ দুই বোনের আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলায় কীটনাশক পান করে মিতু (১৮) ও মিলা (১৮) নামে যমজ দুই বোন আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৮ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আড়াইহাজার উপজেলার ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোহাম্মদ আলী বলেন, ১৫ বছর আগে মিতু ও মিলার মা রহিমা খাতুন দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। পরে মিতু ও মিলার বাবা নাঈম দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই মিতু ও মিলা নানার বাড়ি উপজেলার সীতারামকান্দিতে থাকতেন। পাশাপাশি তার দুজন মদনপুর এলাকায় একটি বেকারিতে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে মিতু ও মিলার মামা মোস্তফা মিয়া তাদের বিভিন্ন বিষয় নিয়ে শাসন করেন। পরে শুক্রবার সকালে মিতু ও মিলা এক সঙ্গে কীটনাশক পান করলে দুপুরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক দুজনকে ঢামেক হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, মিতু ও মিলার ময়নাতদন্তের পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে। তবে নিহতদের পরিবারের কেউ কোনো থানায় অভিযোগ করেনি।

add-content

আরও খবর

পঠিত