নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে মোস্তাকিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলার সদর পৌর সভার কামরানিরচর গ্রামের এই ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন ওই গ্রামের মৃত আজাহারের ছেলে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, সকাল থেকে মোস্তাকিনকে পাওয়া যাচ্ছে না। অনেক খুজাঁর পর বাড়ির পাশে ডোবায় জমে থাকা বর্ষার পানিতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সে কামরানির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।